অনলাইন ডেস্ক
সোমবার ভোরে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে, কর্তৃপক্ষ৷ স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটির মিল্লাত এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হলে প্রথম ট্রেনটি লাইনচ্যুত হয়ে ডাউন ট্র্যাকে চলে যায়৷ ট্রেনে প্রায় এক হাজার যাত্রী ১০০ জন যাত্রী ছিল৷
পাকিস্তান রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘোটকি জেলা দিয়ে যাওয়ার সময় মিললত এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এবং ওই এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি কামরা গিয়ে পড়ে পাশের লাইনে। সে সময়ই স্যর সইদ এক্সপ্রেস ধাক্কা মারে মিললত এক্সপ্রেসে। এর জেরেই মৃত্যু হয়েছে ৩৬ জনের। স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করার পর আসে উদ্ধারকারী দল। তাঁরা এসে আহতদের হাসপাতালে নিয়ে যান।
ঘটনা নিয়ে টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি লিখেছেন, ‘ঘোটকিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বিস্মিত’। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। ১৯৯৯ সালে করাচি ও রাওয়ালপিন্ডির মধ্যবর্তী একটি ট্রেনে আগুন লাগায় কয়েক ডজন যাত্রী মারা যায়৷ করাচিতে ২০১৬ সালে ট্রেন সংঘর্ষে নিহত হন ২১ জন যাত্রী ৷ সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে রেললাইন এবং সিগন্যাল সিস্টেমের রক্ষণাবেক্ষণের দিকে তেমনভাবে নজর দেওয়া হয়নি৷
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা