বাংলাদেশ ক্রিকেট দলের জন্য নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে পাকিস্তানের আইন-শৃঙ্খলা বাহিনী। ৩ ধাপের এই সফরে প্রথম দফায় বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-২০ সিরিজের সবকটিই হবে লাহোরে।
টাইগারদের নিরাপত্তার জন্যই লাহোরে ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে ১৮ জানুয়ারি এক সভা করেছেন পাঞ্জাবের আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি।
পাঞ্জাবের আইন ও সংসদবিষয়কমন্ত্রী রাজা বাসরাতের আহ্বায়ক ছিলেন। ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হন রাওয়ালপিন্ডি পুলিশের শীর্ষ কর্মকাতরাও। পাকিস্তানের সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। ক্রিকেটারদের হোটেল এবং মাঠে যাওয়ার পথটি থাকবে নিরাপত্তার চাদরে মোড়ানো।
বৈঠকে জানানো হয়, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় টাইগারদের নিরাপত্তার দায়িত্বে থাকবে ১০ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী। খেলার সময় স্টেডিয়ামের আশপাশের রাস্তায় গাড়ি চলাচলও সীমিত করা হবে।
শুধু বাংলাদেশ ক্রিকেট দলই নয় স্টেডিয়ামে আসা দর্শকরাও থাকবেন কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরায় নজরদারি করা হবে। টিম হোটেলও থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা।
হোটেল কিংবা মাঠে যাওয়ার পথে কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে তৈরি থাকবেন ১৯ জন বিশেষ কর্মকর্তা, সামরিক কমান্ডো এবং রেঞ্জার্স। স্টেডিয়ামের ভেতর-বাইরে যাওয়ার পথে দর্শকদের পূর্ণ তল্লাশি চালানো হবে।
এ নিরাপত্তা পরিকল্পনায় সাধারণ জনগণ যেন ভোগান্তিতে না পড়েন সেদিকেও লক্ষ্য রাখার কথা বলা হয়েছে।
তিন দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। প্রথম দফায় ২৪-২৭ জানুয়ারি খেলবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় দফায় ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে একটি টেস্ট।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা