অনলাইন ডেস্ক
আগামী বছর এশিয়া কাপে অংশগ্রহণ করতে পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল।মঙ্গলবার (১৮ই অক্টোবর) মুম্বাইয়ে আয়োজিত বিসিসিআই এর ৯১তম বার্ষিকীর সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। এসময় জয় শাহ বলেন, এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল নিরপেক্ষ ভেন্যুতে খেলবে, তবে পাকিস্তানে নয়।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ‘সম্প্রতি পাকিস্তান ভারতের বিরুদ্ধে কিছু স্মরণীয় পারফরম্যান্স দিয়েছে। এমনকি তারা গত বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে পরাজিত করে বিশ্বকাপে তাদের ভাগ্য বদলিয়েছে।’ সেই পারফরম্যান্সের কথা উলেখ করে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান রমিজ রাজা বলেছেন, ‘ভারত এখন পাকিস্তানকে সম্মান দিতে শুরু করেছে। ভারতকে কঠিন লড়াই দেওয়ার জন্য বাবর আজমের নেতৃত্বাধীন দলের প্রশংসা করা দরকার।’
ভারত শেষবার রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৬ সালে দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাকিস্তান সফর করেছিল। ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। সেটাই ভারতের শেষ বার ক্রিকেট খেলতে পাকিস্তান যাওয়া। ২০১২ সালের পর রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে।