অনলাইন ডেস্ক
শ্বাসরুদ্ধকর এ জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই কিরণ পাওয়েলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে শাহীন আফ্রিদির বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন তিনি।প্রথম ইনিংসে ৯৭ রানের দারুণ এক ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ ক্রেইগ ব্র্যাথওয়েট।
ব্যক্তিগত ২ রানে শাহীন আফ্রিদির লেন্থ বলে এজ হয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ আউট হন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। থিতু হতে পারেননি এনক্রুমাহ বোনারও। ৫ রান করা ডানহাতি এই ব্যাটসম্যানকে বোল্ড আউট করেছেন সেই শাহীন আফ্রিদি।
মাত্র ১৬ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান বাঁহাতি এই পেসার। এরপর খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রোস্টন চেজ ও জার্মেইন ব্ল্যাকউড। তাঁদের দুজনের জুটি থেকে এসেছে ৬৮ রান। ফাহিম আশরাফের বলে সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা ইমরান বাটের হাতে ক্যাচ দিয়ে ২২ রান করা চেজ ফিরলে ভাঙে তাঁদের এই জুটি।
নিজের পরের ওভারে কাইল মায়ার্সকেও ফেরান ফাহিম। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সাজঘরের পথে হাঁটেন ব্ল্যাকউড। চেজের মতই সেকেন্ড স্লিপে থাকা ইমরানকে ক্যাচ দিয়ে ফেরেন ৫৫ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান। জেসন হোল্ডার-জশুয়া ডি সিলভা ফেরেন থিতু হয়ে। তবে দলকে ম্যাচ জিতে মাঠ ছাড়েন ৩০ রানে অপরাজিত থাকা রোচ।
এর আগে পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বাবর আজম। তবে চতুর্থ দিনের খেলা শুরু করে মাত্র এক রান তুলতেই বিদায় নেন পাকিস্তানের এ ক্যাপ্টেন (৫৫)।
বাবরের সঙ্গে হাসান আলী ২৮ ও ফাহিম আশরাফ ২০ রান যোগ করেন। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ৮৩.৪ ওভারে গুটিয়ে যায় ২০৩ রানে। ফলে উইন্ডিজের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬৮।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান:২১৭ & ২০৩ (আবিদ আলী ৩৪, আজহার আলী ২৩, বাবর আজম ৫৫, মোহাম্মদ রিজওয়ান ৩০, হাসান ২৮ আলী, জয়ডেন সিলস ৫/৫৫, কেমার রোচ ৩/৩০)।
ওয়েস্ট ইন্ডিজ:২৫৩ & ১৬৮/৯ (রোস্টন চেজ ২২, জার্মেইন ব্ল্যাকউড ৫৫, জেসন হোল্ডার ১৬, জশুয়া ডি সিলভা ১৩, কেমার রোচ ৩০*, জোমেল ওয়ারিকন ৬, জয়ডেন সিলস ২*, শাহীন শাহ আফ্রিদি ৪/৫০, হাসান আলী ৩/৩৭, ফাহিম আশরাফ ২/২৯)।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা