অনলাইন ডেস্ক
শোনা যাচ্ছিলো মিসবাহকে সরিয়ে প্রধান কোচ হিসেবে বিদেশি কাউকে নিয়োগ দেয়ার কথা ভাবছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই তালিকায় সবার ওপরে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তবে পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব নাকোচ করে দিয়েছেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার। ফ্লাওয়ার জানিয়েছেন, আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে চান তিনি।
বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানস, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংস, আবুধাবি টি-টেন লিগে দিল্লি বুলস, দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়েছে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ফ্লাওয়ার। এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল পাঞ্জাব কিংসের সহকারী কোচ হিসেবেও কাজ করছেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার। ফ্লাওয়ার প্রস্তাব প্রত্যাখান করায় বিদেশি কোচ নিয়োগ দেয়া খানিকটা কঠিন হয়ে পড়েছে পিসিবির জন্য।
এহসান মানির দায়িত্বকাল শেষ হয়ে গেলেও সম্ভাব্য নতুন চেয়ারম্যান রমিজ রাজা। রমিজও বিদেশি কোচ নিয়োগ দেওয়ার পক্ষে। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টিকে যেতে পারেন মিসবাহ। বিশ্বকাপের আগে নতুন কোচ আনলে হিতে বিপরীত হতে পারে পাকিস্তানের জন্য।
২০১৯ সালে মিসবাহ পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর দেশটির সবচেয়ে বেশি অবনতির জায়গা টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারিয়ে চারে নেমে আসা। যেখানে তাঁর অধীনে ৩৪ টি-টোয়েন্টি খেলে মাত্র ১৬টিতে জয় পেয়েছে পাকিস্তান। বাকি ১৩ ম্যাচে হারতে হয়েছে তাঁদের।
টেস্ট পরিসংখ্যানও মিসবাহর পক্ষে কথা বলছে না। ১৬ টেস্টে ৭ জয়ের বিপরীতে ৬ ম্যাচে হেরেছে তাঁরা। বাকি তিন ম্যাচ ড্র করেছিল পাকিস্তান। বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে পাঁচে অবস্থান করছে বাবর আজমের দল। এদিকে ওয়ানডেতে ১১ ম্যাচের ৬টিতে জয় পেয়েছে পাকিস্তান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা