অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার হাম্বানটোটায় টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি পাকিস্তান। ৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন ফাখর জামান (২) আর বাবর আজম (০)। ওপেনার ইমাম উল হক একটা প্রান্ত ধরে রাখলেও, অপরপ্রান্তে ব্যাটারদের আসা যাওয়ার মিছিল থামেনি। রিজওয়ান ২১, আঘা সালমান ৭ রানে ফেরেন সাজঘরে।
এরপর ইফতিখার আহমেদকে নিয়ে বিপদ কিছুটা সামাল দেন ইমাম। তবে দলীয় ১১২ রানের মাথায় ৩০ রান করে ইফতিখার ও ১৫২ রানের মাথায় ৬১ রান করে থামেন ইমাম। এরপর শাদাব খানের ৩৯ রানের ইনিংসে কোনোমতে ২০০ পার করে পাকিস্তান।
আফগানিস্তানের মুজিব উর রহমান ৩৩ রানে ৩টি, মোহাম্মদ নবি আর রশিদ খান নেন দুটি করে উইকেট।
জবাবে ব্যাটে নেমে পাকিস্তানি বোলারদের তোপে দাঁড়াতেই পারেননি আফগান ব্যাটাররা। দলীয় ৪ রানের মাথায় ইব্রাহিম জাদরান, রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদি সাজঘরে ফেরেন। তিনজনের কেউই নামের পাশে কোনো রান যোগ করতে পারেননি। এরপর পাঁচ ও ছয়ে আসা ইকরাম আখিল (৪) ও মোহাম্মদ নবিও (৭) সুবিধা করতে পারেননি।
ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১৮ আর সাত নম্বরে নামা আজমতউল্লাহ ওমরজাই করেন ১৬ রান। আফগান ব্যাটারদের মধ্যে এই দুজনই কেবল দুই অংক ছুঁতে পেরেছেন। তাতে ৫৯ রানেই থামে আফগানরা।
বল হাতে হারিস রউফ ১৮ রানে নিয়েছেন ৫ উইকেট। ৯ রানে ২ উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি।
হাম্বানটোটায় বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা