অনলাইন ডেস্ক
সোমবার (তেসরা অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ৭০ রান তোলে বাংলাদেশ। পাকিস্তানকে জিততে হলে করতে হবে ৭১ রান।
গতরাত থেকেই সিলেটে বৃষ্টি হওয়ায় সকালে মাঠ ছিল ভেজা। যে কারণে টস গুরুত্বপূর্ণ ছিল আজকের ম্যাচে। এমন ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। তার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ করতে সময় নেয়নি পাকিস্তানি বোলাররা।
পাঁচ ওভারের মধ্যেই তারা তুলে নেয় বাংলাদেশের টপঅর্ডারের তিন ব্যাটারকে। এরপর নিগার সুলতানা জুটি গড়েন লতা মন্ডলকে নিয়ে। তাদের জুটি থেকে আসে ২৪ রান। লতা ১২ রান করে ফিরলে ভাঙে জুটি।
দলীয় ৪২ রানের সময় ১৭ রান করা নিগারকেও হারায় বাংলাদেশ। ৪৮ রানের সময় পতন হয় ষষ্ঠ উইকেটের। এরপর সালমা খাতুনের ২৪ রানে ভর করে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৭০ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
ডায়ানা বেগ ও নিদা দার নিয়েছেন দুইটি করে উইকেট।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা