অনলাইন ডেস্ক
টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
বিনা উইকেটে ৪২ রানে দিন শুরু করে বাংলাদেশের দুই ওপেনার ব্যাটসম্যান জাকির হাসান ও সাদমান ইসলাম। দলের ৫৮ রানে ব্যক্তিগত ৪০ রান করে আউট হন জাকির হাসান। আর ৭০ রানে সাদমান ইসলাম বিদায় নিলে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। দৃঢ়তার সাথে ব্যাট করে বাংলাদেশের জয়ের আশা টিকিয়ে রাখেন তারা। এই দুইজনের ৪২ রানের জুটিতে ভর করে ২ উইকেটে ১২২ রানের সংগ্রহ করে মধ্যেহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর খেলতে নেমে দলের ১২৭ রানে ব্যাক্তিগত ৩৮ রানে আউট হন শান্ত।
শেষ দিকে মুমিনুল হক উড়িয়ে মারতে গিয়ে আবরারের বলে ক্যাচ আউট হন। শেষ দিকে সাকিব ও মুশফিক দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন।
এর আগে, নিজেদেও দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে অল আউট করলে জয়ের জন্যে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা