পাঁজরের ইনজুরিতে পড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে শেষ দুটি টেস্ট থেকে ছিটকে পড়লেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন।
কেপ টাউনে প্রোটিয়াদের বিপক্ষে নাটকীয় জয়ের দিন ইনজুরিতে পড়েছেন তিনি।স্বাগতিক প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওই টেস্টের শেষ দিনেই সমস্যার মুখে পড়েন এই পেসার।
বুধবার এমআরআই স্ক্যান করানোর পর তার চোটের বিষয়টি নিশ্চিত হয়। ফলে চলতি সফরে আর দলের হয়ে মাঠে নামার সুযোগ নেই ইংলিশ পেসারের।
সর্বশেষ অ্যাশেজ সিরিজে কাফ ইনজুরির কবলে পড়ে মাঠ ছেড়েছিলেন ৩৭ বছর বয়সী এই বোলার। এরপর মাঠে ফিরে মাত্র দুটি টেস্ট খেলেই ফের ইনজুরিতে পড়লেন। ফিটনেস ফিরে পেতে দীর্ঘ পাঁচ মাস কাজ করেছেন ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী অ্যান্ডারসন। ১৮৯ রানে ইংল্যান্ডকে জয়ী করে সিরিজে সমতা ফেরানোর ম্যাচে ৭ উইকেট নিয়ে সেরা ফর্মে ফেরারও জানান দিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় টেস্টের শেষ দিনে চা পানের বিরতির পর দুই ওভার বল করার সময় তিনি ব্যাথাতুর হয়ে পড়েন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইসিবি জানায়, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের বাকী টেস্টের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জেমস অ্যান্ডারসন। নিউল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের পরপর তার পাঁজরের ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সকালের সেশন শেষ হবার পর থেকেই তাকে অসুস্থ মনে হচ্ছিল। তিনি সঠিকভাবে খেলতে পারছিলেন না। এদিন তিনি মাত্র আট ওভার বল করতে পেরেছেন। তিনি খুব শিগগিরই ইংল্যান্ডে ফিরে যাবেন।’
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা