করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। অবনতি হচ্ছে গোটা বিশ্বের করোনা পরিস্থিতির। বিশ্বে প্রায় পাঁচ হাজার জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় ১৩ লাখ। আর ভারতে বৃহস্পতিবারই প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে কর্নাটকে। শুক্রবারই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। তবে আশার কথা, পশ্চিমবঙ্গে এখনো থাবা বসাতে পারেনি করোনাভাইরাস। তবে সতর্কতায় কমতি নয়, শুক্রবার ফের একবার এই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের খেলরত্ন প্রদান অনুষ্ঠানে করোনা থেকে সতর্ক থাকতে একগুচ্ছ পরামর্শ দেন মমতা। তিনি বলেন, সর্দি-কাশি হলে ভয় পাবেন না। সব ভাইরাসই করোনা নয়। যেমন, সব মশা ডেঙ্গুর নয় আর সব মাছ ইলিশ নয়। তবে সতর্কতা মেনে চলবেন। আপনার হাঁচি-কাশি অন্যের জন্য সমস্যা না হয়। কনুই দিয়ে মুখ ঢেকে হাঁচুন। কারোর মুখের সামনে গিয়ে কথা বলবেন না। ন্যূনতম পাঁচ মিটারের দূরত্ব বজায় রাখুন। করোনা না যাওয়া পর্যন্ত কারোর সঙ্গে হাত মেলাবেন না, নমস্কার করবেন।
‘সাধ্যমত’ পরিচ্ছন্ন থাকতেও পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অভিভাবকের মতোই বুঝিয়ে বলেন, আধঘণ্টা অন্তর অন্তর একটু হলেও পানি খান। ভালো করে রান্না করে খাবার খান। হাত, নখ, কনুই পর্যন্ত পরিষ্কার করুন। স্যানিটাইজার ব্যবহার করুন। সর্দি-কাশির পর যদি টিস্যু ব্যবহার করেন, তবে তা ঘরে ফেলবেন না। ডাস্টবিনে ফেলুন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা