অনলাইন ডেস্ক
সোমবার, সপ্তাহের শুরুর দিন রাজ্যে সপ্তম দফার নির্বাচন(Assembly Election 2021)। সপ্তম দফায় রাজ্যের পাঁচ জেলার ৩৪ টি বিধানসভা আসনে ভোট। এই ৩৪টি বিধানসভার মধ্যে রয়েছে কলকাতার ভবানীপুর, বালিগঞ্জের মতো নজরকাড়া কেন্দ্রেও । এই দফায় ৩৬ আসনে(Assembly Constituency) ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে দুই প্রার্থীর মৃত্যুর পর ওই দুই আসনে ভোট আপাতত স্থগিত রাখা হয়েছে।
প্রসঙ্গত, ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণে সপ্তম ও অষ্টম দফার নির্বাচন একসঙ্গে করার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে তাতে সম্মত হয়নি নির্বাচন কমিশন।
৩৪ কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধু বুথের নিরাপত্তায় ৬৫৩ কোম্পানি।
কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার আসানসোল-দুর্গাপুরে ১৫৪, দক্ষিণ দিনাজপুরে ১০৮, জঙ্গিপুরে ১০২, মুর্শিদাবাদে ১০২ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। কলকাতা দক্ষিণের ৪টি আসনে মোতায়েন থাকছে ৬৩ কোম্পানি বাহিনী আর মালদহ জেলায় ১২২ কোম্পানি।
কমিশন সূত্রে আরো জানা গিয়ছে, ষষ্ঠ দফার মতো সোমবারের ভোটেও সাড়ে ৬০০ এরও বেশি সেক্টর অফিস থাকছে। প্রতিটি সেক্টর অফিসে একজন এসআই বা কিংবা এএসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তা দায়িত্বে থাকবেন।
৪ জন মন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। মন্ত্রীদের মধ্যে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক। তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল, অভিনেত্রী সায়নী ঘোষ এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ।
পশ্চিমবঙ্গে প্রতি চারজনে একজন করোনা শনাক্ত হচ্ছেন। সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন ১৫ হাজারের বেশি। মৃত্যু শতাধিক। এমন বাস্তবতায় আজ (সোমবার) রাজ্যটিতে বিধানসভা নির্বাচনের সপ্তম দফার এই ভোটগ্রহণ।
সপ্তম দফার ভোটের মধ্যদিয়ে ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার ২৫৭ আসনের ভোট গ্রহণ শেষ হবে। ২৯ এপ্রিল শেষ দফায় বাকি আসনের ভোট নেয়া হবে। ফলাফল পাওয়া যাবে আগামী মাসে।