করোনাভাইরাস প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) এ ঘোষণা দেয়া হয়।
আগামীকাল সোমবার (১৬ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। আগামী ৩১ মার্চের পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।। তবে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। অভ্যন্তরীণ কোনো পরীক্ষা চলবে না বলে জানানো হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সতর্কতা নির্দেশে বলা হয়, করোনাভাইরাস এর সংক্রমণ এড়াতে বিশ্বভারতীর অধীনে থাকা (পাঠ ভবনের হোস্টেল সহ) সব শিক্ষা প্রতিষ্ঠান এবং হোস্টেল পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস ঠেকাতে শুক্রবার (১৩ই মার্চ) সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার আহ্বানও জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সেই প্রস্তাবকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কের ৫ দেশের নেতা।
করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় দিল্লি, কেরালা, মহারাষ্ট্র এবং কর্ণাটকে সিনেমা হল, বড় বড় শপিং মল বন্ধ করে দেয়া হচ্ছে। মহারাষ্ট্রের পাঁচটি শহরে সমস্ত সিনেমা হল এবং শপিং মল বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারতে খেলাধুলোর বিভিন্ন ইভেন্টও স্থগিত করা হয়েছে। আইপিএল ২৯শে মার্চ থেকে পিছিয়ে আপাতত ১৫ই এপ্রিল পর্যন্ত নেয়া হয়েছে।
গোয়ায় শনিবার ইন্ডিয়ান সুপার লীগ (আইএসএল) ফুটবলের ফাইনাল মাঠে কোনো দর্শক ছাড়াই হয়েছে।
এছাড়া, সফরকারী দক্ষিণ আফ্রিকার সাথে দুটো একদিনের আন্তর্জাতিক ম্যাচ (লক্ষ্মৌ এবং কলকাতায়) বাতিল করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে দল দেশে ফিরে যাচ্ছে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা