অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ দফার বিধানসভা নির্বাচনের সহিংসতার ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
করোনা স্বাস্থ্যবিধির পাশাপাশি নির্বাচনী সহিংসতা ঠেকাতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পাঁচ জেলার ৪৪টি আসনে ভোট নেওয়া হচ্ছে।
এ দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৪৫ প্রার্থী। ভাগ্য নির্ধারণ হবে অভিনেতা যশ দাশগুপ্ত, কাঞ্চন মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, লাভলী মৈত্রী, লকেট চট্টোপাধ্যায় মতো তারকা প্রার্থীদের। আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা আর বুথ দখলের মতো ঘটনার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ শেষ হয়।
নির্বাচন কমিশনের হিসাব মতে, মঙ্গলবার ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ। একইসঙ্গে প্রায় দেড় হাজার অভিযোগ জমা পড়ে।
গত ২৭ মার্চ প্রথম দফা এবং ০১ এপ্রিল দ্বিতীয় দফা, ০৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হন।
আরোও পড়তে পারেন : বিরিয়ানি থেকে পামাল, আলোচনায় ৫ পাকিস্তানি ড্রামা