অনলাইন ডেস্ক
এর আগে সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে কর্মীরা পল্টন মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। তারা পল্টনে রাস্তের মাঝে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। এতে পল্টন মোড়ের চারদিক থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ এসে ব্যারিকেড তুলে নেয়। সেখানে রয়েছে অতিরিক্ত পুলিশ। বিএনপিও বাম গণতান্ত্রিক জোটের ডাকা এই হরতালে সমর্থন জানিয়েছে।
এদিকে সকালে রাজধানীর শহবাগে হরতালের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন বাম কর্মীরা। এ ছাড়া সারাদেশে হরতালের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ১২ জনকে আটক করেছে। সারাদেশে বিভিন্ন জায়গায় বাম জোটের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে বলে সমাবেশে দাবি করেন নেতারা।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, হরতালের সমর্থনে মিরপুর এলাকায় বাম জোটের নেতা–কর্মীরা মিছিল বের করেছিলেন। পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সারাদেশে মিছিলে বাধা দেওয়া ও হামলার খবর আসছে বলেও দাবি করেছেন তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা