অনলাইন ডেস্ক
তখনো আলো ফোটেনি পূব আকাশে। পৌষের ঘন কুয়াশায় আচ্ছন্ন প্রকৃতি। এই কুয়াশা ভেদ করেকমলাপুর স্টেশন থেকে হুইশেল বাজিয়ে চলতে শুরু করলো পর্যটক এক্সপ্রেস।গন্তব্য পর্যটন নগরী কক্সবাজার।
রোববার বাদে সপ্তাহে ছয়দিন ভোর সোয়া ছয়টায় কক্সবাজারের উদ্দেশে কমলাপুর ছাড়বে পর্যটক এক্সপ্রেস। আর ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছাড়বে রাত ৮টায়। অত্যাধুনিক ১৬টি কোচে ৭৮০জন যাত্রী নিয়ে বুধবার সকালে ঢাকা ছাড়ে ট্রেনটি। সেবার মান ভালো রাখার পাশাপাশি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বললেন যাত্রীরা।
পর্যটক এক্সপ্রেসে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান। পরে সাংবাদিকদের তিনি বলেন,যাত্রীদের সুবিধার্থে এ পথে বাড়ানো হবে ট্রেন। পাশাপাশি নাশকতা এড়াতে নেয়া হচ্ছে বাড়তি নজরদারি।
গেলো পহেলা ডিসেম্বর রাজধানীর সঙ্গে রেলপথে যুক্ত হয় সৈকত শহর কক্সবাজার। পর্যটক এক্সপ্রেস চালুর মধ্যে দিয়ে এই ঢাকা-কক্সবাজার রুটে এখন দুটি ট্রেন চলাচল করছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা