অনলাইন ডেস্ক
বেইজিংয়ে আজ পর্দা উঠছে ২৪তম শীতকালীন অলিম্পিক গেমসের।শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরই মধ্যে প্রায় শেষ হয়ে এসেছে অলিম্পিক আয়োজনের সব ধরনের প্রস্তুতি।
বিশ্বের ২ হাজার ৮৭১ জন অ্যাথলেট বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন এবারের আসরে। এদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৮১ জন এবং নারী অ্যাথলেট রয়েছেন ১ হাজার ২৯০ জন।
তবে বাংলাদেশের কোনো অ্যাথলেট অংশ নিচ্ছেন না এতে। আসর চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৫টি ভিন্ন ডিসিপ্লিনে মোট ১০৯টি মেডেল ইভেন্ট থাকছে এই আসরে।
তিনটি অলিম্পিক ভিলেজে থাকার ব্যবস্থা রয়েছে অ্যাথলেটদের জন্য। তবে চীনে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গেমসে দর্শক সংখ্যা ৫০ শতাংশে কমিয়ে আনা হতে পারে বলে জানিয়েছে আয়োজকরা।
আরোও পড়তে পারেন : রিয়াল ছেড়ে নতুন গন্তব্যে যেতে পারেন রদ্রিগো!