অনলাইন ডেস্ক
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সম্পর্কে আরও সম্পূর্ণ তথ্য না পাওয়া পর্যন্ত আমরা ৬০ বছর বয়সের নিচের ব্যক্তিদের জন্য টিকাটি স্থগিত রাখছি।
আমরা ভ্যাকসিন কার্যক্রম এমনভাবে সাজিয়েছি যাতে সবাইকে ভ্যাকসিন প্রদান করা যায় এবং যারা ইতোমধ্যে এর প্রথম ডোজ নিয়েছেন, তাদের আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছি। কেননা রক্ত জমাট বাঁধার এ দুর্ঘটনার সংখ্যা খুবই কমসংখ্যক। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইতোপূর্বে অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণে শরীরে রক্ত জমাট বাঁধার বিষয়টি ৭ এপ্রিল পরীক্ষা-নিরীক্ষা করার পর এর মধ্যে একটি যোগসূত্র খুঁজে পেয়েছেন। তাই পুরোপুরি নিশ্চিত হওয়া এবং জনগণের স্বাস্থ্য বিবেচনায় পর্তুগালসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ বয়সভেদে যেমন যুক্তরাজ্যে ৩০ বছর, ফ্রান্সে, বেলজিয়ামের ৫৫ বছর, জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ড ৬০ বছর, সুইডেন এবং ফিনল্যান্ডে ৬৫ বছরের নিচের বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) বলেছে, বিশদভবে পরীক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজন বিবেচনা করে এই উদ্যোগ “প্রশংসনীয়, তবে তা নিশ্চিত নয়”।
পর্তুগালে এ পর্যন্ত ২০ লাখ ৬৯ হাজার ২৯৩ জনকে একটি করে কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ প্রদান করা হয়েছে। তাছাড়া এ পর্যন্ত দেশটিতে সর্বমোট ৮ লাখ ৮২ হাজার ৮৩৩ জন করোনা সংক্রমিত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৮৯৯ জন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা