অনলাইন ডেস্ক
শিক্ষার্থীরা জানান, মেধার মূল্যায়নের একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কলেজের অধ্যক্ষ জানান, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানানো হয় হয়েছে।
ঊভলভা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রবিবার সকাল ১০টার দিকে স্কুলের সামনে মিরপুর সড়ক অবরোধ করে তাদের এক দফা দাবি আদায়ে। তারা কলেজ থেকে বেরিয়ে গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের দাবি, লটারির ভিত্তিতে ভর্তির প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। যার ফলে মেধা থাকা স্বত্বেও শিক্ষার্থীরাও কলেজটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই সেই প্রথা আর চান না তারা।
পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তির দাবি তাদের। দাবি আদায় না হলে, আন্দোলন ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
প্রায় তিন ঘণ্টা পরে রাস্তা থেকে শিক্ষার্থীদের তুলে নেয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ। তিনি বলেন, ছাত্রদের দাবির বিষয়ে সমাধান তাদের কাছে নয়, মন্ত্রণালয়ের কাছে। রাস্তায় মানুষের দুর্ভোগ কথা বিবেচনা করে তাদের ক্যাম্পাসের মধ্যে নিয়ে আসা হয়েছে। শিক্ষার্থীরা চলে যাওয়ায় মিরপুর সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা