পরিবেশ বিষয়ক বিশেষ সম্মেলন ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরিবেশ সপক্ষ বিভিন্ন বিদ্যালয়, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সহযোগে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) এর আয়োজন করেছে। ‘‘বাংলাদেশে পরিবেশ আন্দোলনের রাজনৈতিক কার্যকারিতাঃ চ্যালেঞ্জ ও প্রতিকার” শীর্ষক বিশেষ সম্মেলনটি ঢাকার ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)তে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন , বাপা-বেন আয়োজিত অন্যান্য সম্মেলনের মতো এ সম্মেলনও সকলের জন্য উন্মুক্ত। বিশেষজ্ঞ এবং বিশেষজ্ঞ নন, উভয়েই এই সম্মেলনে সক্রিয় অংশগ্রহণ করতে পারবে। অন্যান্য বাপা-বেন সম্মেলনের মতো এ সম্মেলনেও দুই ধরণের অধিবেশনের আয়োজন করা হবে।
বিশেষজ্ঞ অধিবেশনে বিশেষজ্ঞদের প্রবন্ধ উপস্থাপিত ও আলোচিত হবে। সাধারণ অধিবেশনে যাঁরা বিশেষজ্ঞ নন, তাদের বক্তব্য উপস্থাপিত ও আলোচিত হবে। তবে এবারের সম্মেলনের বিষয়বস্তুর স্বকীয়তার জন্য এতে দেশের রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দের উপস্থিতি এবং অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন হবে। পাশাপাশি দেশের পরিবেশ আন্দোলনের সকল অংগ সংগঠন এবং নেতৃবৃন্দকে এই সম্মেলনে শামিল করতে হবে।
সম্মেলনে প্রবন্ধ প্রেরণের একাধিক তারিখ ২৫ ডিসেম্বর । একই সাথে প্রবন্ধ গ্রহণ/প্রত্যাখান সংক্রান্ত সিদ্ধান্ত ব্যাক্তিগত পর্যায়ে ফোন, ফ্যাক্স বা ই-মেইলে জানিয়ে দেয়া হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নিম্নোক্ত অফিস প্রস্তাবিত সম্মেলনের দফতর হিসেবে কাজ করছে : ঠিকানা: ৯/১২ ব্লক- ডি, লালমাটিয়া, ঢাকা ১২০৭।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা