অনলাইন ডেস্ক
শ্রীপুর পৌর এলাকার ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দুই কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী অন্যান্য শ্রমিক ও যাত্রীরা।
বিক্ষুব্ধ একাধিক শ্রমিক অভিযোগ করেন, কোনো কোনো ক্ষেত্রে ভাড়া তিন থেকে চার গুণ বাড়ানো হয়েছে।
ওই সময় মহাসড়কে ভাড়া নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান তারা।
স্থানীয় এসকিউ সেলসিয়াস কারখানার শ্রমিক সুলতান আহমেদ জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ী থেকে কারখানা পর্যন্ত অটোরিকশা ভাড়া মাত্র ২০ টাকা। সেই ভাড়া ৫০ টাকা দিয়েও গাড়ি পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, ‘দীর্ঘক্ষণ অপেক্ষা করে কম ভাড়ায় অটোরিকশা না পেয়ে হেঁটেই কারখানায় যাচ্ছি। এসে দেখি অনেকেরই একই অবস্থা। তাই সকলে পরিবহন ভোগান্তি কমানো ও ভাড়া কমানোর দাবিতে একত্রিত হয়েছি।’
আরেক কারখানার শ্রমিক আসমা আক্তার জানান, কারখানা খুলে দেয়া হলেও যাতায়াতের কোনো ব্যবস্থা করা হয়নি। এ সুযোগে মহাসড়কে চলাচল করা সিএনজিচালিত অটোরিকশা চালকরা গলা কাটা ভাড়া নিচ্ছে।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ আগস্ট পর্যন্ত দেয়া শাটডাউনের মধ্যেই রোববার থেকে চালু হয়েছে রপ্তানিমুখী শিল্প ও কলকারখানা।
এর আগের দিন শনিবার এসব কারখানার শ্রমিকরা হেঁটে বা ছোট গাড়িতে করে রাজধানীসহ বিভিন্ন গন্তব্যে গেছেন। এ যাত্রায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের।
এসব নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে শনিবার রাত সাড়ে ৯টায় সরকারের তথ্য অধিদপ্তর জানায়, গণপরিবহন চালু থাকবে রোববার দুপুর ১২টা পর্যন্ত। পরে পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা জানায়, শ্রমিকবাহী পরিবহনগুলোকে রোববার দুপুরের পরও ঢাকায় ঢুকতে দেয়া হবে।
এমন বাস্তবতায় শ্রমিকদের অনেকে ধারণা করেছিলেন, সোমবারও সড়কে থাকবে বাস। তবে কর্মস্থলের জন্য বেরিয়ে উল্টো চিত্র দেখেছেন তারা। অনেকেই দ্বিগুণ, তিন গুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে কর্মস্থলে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা