ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশন এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ট্রেনের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৃথকভাবে এসব তদন্ত কমিটি গঠন করা হয়।
রেল সূত্র জানায়, গঠিত পাঁচটি তদন্ত কমিটির মধ্যে বাংলাদেশ রেলওয়ের দু’টি, রেলপথ মন্ত্রণালয়ের একটি, সরকারি রেলপরিদর্শকের একটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের একটি।
রেল সচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন জানান, ঘটনার তদন্তে রেলওয়ের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে। পাশপাশি জেলা প্রশাসন করেছে একটি তদন্ত কমিটি। রেলের পক্ষ থেকে গঠিত দুই কমিটির একটিতে প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্বাঞ্চল) মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে।
অপরটিতে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে।
আর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এ কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিতু মরিয়ম।
সবগুলো কমিটিই দ্রুত তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম।
এছাড়া, সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়ায় এ ট্রেন দুর্ঘটনা ঘটে। এ কারণে তূর্ণা নিশীথা এক্সপ্রেসের চালক, সহকারী চালক ও পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বরখাস্ত করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মিয়া জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে এ পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অর্ধ শতাধিক।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা