ফাইল ছবি।
করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হওয়ার সন্দেহ তৈরি হলে বা কেউ আক্রান্ত হলে তার নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বুধবার (১১ মার্চ) তিনি বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কোনো কোনো গণমাধ্যমে কোয়ারেন্টিনে থাকাব্যক্তিদেরপরিচয় প্রকাশের ঝুঁকি আছে এমনভাবে তাদের অবস্থান প্রকাশ করা হচ্ছে। তাদেরকে প্রকাশ্যে পুলিশ পাহারা দেবার মাধ্যমেও তাদের পরিচয় প্রকাশের ঝুঁকি তৈরী হচ্ছে। আমরা সারা বাংলাদেশে মোট কতজন কোয়ারেন্টিনে এবং আইসোলেশনে আছেন তার সংখ্যা প্রকাশ করছি। রোগ প্রাদুর্ভাবের বর্তমান পর্যায়ে জেলা বা উপজেলাভিত্তিক সংখ্যা প্রকাশ করার প্রয়োজন নেই।
একই সঙ্গে তিনি পুলিশ প্রশাসনকে বলেন, তাদের অনুরোধ করবো, গৃহ/স্বেচ্ছা কোয়ারেন্টিনে কারো নিরাপত্তা দেবার প্রয়োজন হলে আইইডিসিআর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরার্মশ গ্রহণ করুন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা