বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে এবার দেখা যাবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। অমনিবাস চলচ্চিত্রের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন ১১ জন তরুণ। প্রায় ১৬ কোটি সাবস্ক্রাইবারের নেটফ্লিক্সে এর আগে গিয়েছিল ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কমলা রকেট’।
এ প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন বাংলাদেশের ছবিগুলোকে বিশ্ব দরবারে একের পর এক তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম লি.। তারই ধারাবাহিকতায় এ ছবিটি নেটফ্লিক্সে যাচ্ছে। এটা অবশ্যই আনন্দের। শুধু তাই নয়, এটা বাংলাদেশের নতুন নির্মাতাদের জন্যও আশার আলো। গত ১৫ নভেম্বর দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ইতি, তোমারই ঢাকা’। বর্তমানে রাজধানীর যমুনা ব্লকবাস্টার ও নারায়ণগঞ্জের সিনেস্কোপে চলছে ছবিটি। এ ছবিটি গত বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর থেকে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে আসছে দেশের প্রথম অমনিবাস এই চলচ্চিত্রটি।
ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অর্ধ শতাধিক জনপ্রিয় মুখ। তাদের মধ্যে রয়েছেন- ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াাদুদ, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইয়াশ রোহান, রওনক হাসান, সুমি, শেহতাজ প্রমুখ।
এ ছবিটিসহ ১১টি চলচ্চিত্র নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর এবং তানভীর আহসান।
ফেসবুক পেজ :
আরও পড়ুন : আমাদের মতো মানুষের কাছে একাত্তরের স্মৃতি বিবিধ : আফসান চৌধুরী
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা