অনলাইন ডেস্ক
সোমবার (৪ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাঁচ বছরের কন্যাশিশুকে নিজের জিম্মায় চেয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে শিশুটির মায়ের করা আবেদন খারিজ করে এ আদেশ দেন।
আদালতে এদিন শিশুটির মায়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মো. আহসানুল করিম, আর বাবার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী বলেন, মায়ের করা আবেদনটি আজকে আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। ফলে শিশুটি তিন দিন মায়ের কাছে আর চার দিন বাবার কাছে থাকবে হাইকোর্টের এ আদেশ বহাল থাকলো। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আইনজীবী আহসানুল করিম বলেন, আমাদের আবেদনটি আজকে ডিসমিস করে দিয়েছেন। এর ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকলো। হাইকোর্ট যেহেতু ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে বেশ কয়েক মাস পার হয়ে গেছে। বাকি আড়াই মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
জানা যায়, রাজধানী গুলশানের বাসিন্দা ইকবাল কামাল ও নাজমা সুলতানার মেয়ে তাসনুভা ইকবাল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষিকা। ২০১৫ সালের ২০ অক্টোবর প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের ছেলে মুশফেক আলম সৈকতকে বিয়ে করেন। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর তিনি কন্যা সন্তানের জন্ম দেন। পরে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় তাসুনভা আদালতেরও দ্বারস্থ হন। এরপর গত বছরের ৩ জানুয়ারি সৈকত তাসনুভাকে ডিভোর্স নেটিশ দেন। এ অবস্থায় বাবার কাছে থাকা মেয়েকে দেখতে চেয়ে ঢাকার আদালতে মামলা করেন তাসনুভা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা