পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে মিশনগুলোতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে ক্ষণগণনা কর্মসূচি উদ্বোধনের সঙ্গে সঙ্গে একযোগে উদযাপন করেছে পররাষ্ট্রমন্ত্রণালয়। পাশাপাশি বিদেশে অবস্থিত মিশনগুলােতেও এই ক্ষণগণনার উদ্বোধন উদযাপন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এ উপলক্ষ্যে শুক্রবার (১০ জানুয়ারি, ২০২০) বিকালে মন্ত্রণালয় চত্বরে বিশাল ডিজিটাল ডিসপ্লে ও ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করা হয়েছে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পাশাপাশি বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহেও শুক্রবার একইসময় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি উদযাপিত হয়েছে।
একইসঙ্গে বিদেশস্থ মিশনসমূহে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসও উদ্যাপিত হয়েছে।
‘মুজিববর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় মুজিববর্ষব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা