অনলাইন ডেস্ক
এর আগে চলতি বছরের ২৮ জুনও ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল ভারত। সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানায়, পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। এটি ১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
নতুন প্রজন্মের হওয়ায় এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত হালকা মিশ্র ধাতুতে তৈরি। ফলে অগ্নি-৩ এর চেয়ে এর ওজন ৫০ শতাংশ কম। ওজনে হালকা হওয়ার ফলে রেল বা সড়ক পথে বিশেষ সামরিক যান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া যাবে। সব মিলিয়ে প্রতিরক্ষা গবেষণায় ভারতের জন্য নতুন মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রকে। ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। ফলে এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ মিসাইলের সফল উৎক্ষেপণ করে ডিআরডিও। আন্তঃমহাদেশীয় পাল্লার এই ক্ষেপণাস্ত্র ৫০০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে চীনের প্রায় সব শহর।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা