অনলাইন ডেস্ক
এর আগে, বুধবার রাত পৌনে ১০টায় খুলনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস। খুলনা রেল স্টেশনের মাস্টার বলেন, ‘খুলনা থেকে ঢাকাগামী আন্ত:নগর সুন্দরবন এক্সপ্রেস রুট পরিবর্তনের ফলে পূর্বের তুলনায় যাত্রী সংখ্যা বাড়বে। প্রথম যাত্রায় ট্রেনটি ২২৫ জন যাত্রী নিয়ে খুলনা ছেড়েছে।’ ট্রেনটি পোড়াদহ, রাজবাড়ি ও ভাঙ্গা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ভোরে পৌঁছায় রাজধানীর কমলাপুর স্টেশনে।
ট্রেনে পদ্ম সেতু পারাপারে প্রথম যাত্রী হতে পারে আনন্দিত দক্ষিণাঞ্চলের মানুষ। তারা বলছেন, পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল তাদের জীবনযাত্রা সহজ করে দিয়েছে। পরিবর্তন আনবে অর্থনীতিতেও।
উল্লেখ্য, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিতে ১৩টি কোচ রয়েছে। সুন্দরবন ট্রেনে আসন ৮৬০টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি বার্থ ৪৮টি ও স্নিগ্ধা ৩২০টি। খুলনা থেকে ঢাকা পর্যন্ত ভাড়া (ভ্যাট ছাড়া) শোভন চেয়ার শ্রেণীর ভাড়া ৫০০ টাকা, প্রথম সিট শ্রেণীর ভাড়া ৬৬৫ টাকা, প্রথম বার্থ শ্রেণীর ভাড়া ৯৯৫ টাকা, স্নিগ্ধা শ্রেণীর ৮৩০ টাকা, এসি সিট শ্রেণীর ভাড়া ৯৯৫ টাকা ও এসি বার্থ শ্রেণীর ভাড়া ১৪৯৫ টাকা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা