পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ২০তম স্প্যান বসেছে। এতে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুর দৃশ্যমান হয়েছে তিন কিলোমিটার। ২০তম স্প্যান বসানোর মাধ্যমে বিজয়ের মাস ডিসেম্বরে তিনটি স্প্যান বসানো হল।
আজ দুপুরে সেতুর ১৮-১৯ নম্বর পিয়ারে ২০তম স্প্যান ৩-এফ বসানো হয় বলে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সহকারি প্রকৌশলী হুমায়ুন কবীর।
তিনি বলেন, দুপুর ১ টা ৩৫ মিনিটের সময় ৩-এফ স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়। এর আগে সকালে ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে পিয়ারের কাছে নেওয়া হয়।
নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, এখন প্রতি মাসে তিনটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে। এ সিডিউল মেনে স্প্যান বসাতে পারলে আগামী বছরের জুলাই নাগাদ ৪১ টি স্প্যান বসানো শেষ হবে। পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি স্প্যান। এর মধ্যে ২০টি স্প্যান স্থায়ীভাবে বসে গেছে। আরো দুইটি স্প্যান চীন থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছে। ৬ টি স্প্যান তৈরির কাজ চীনে চলমান আছে। আগামী বছরের মার্র্চের মধ্যে সব স্প্যান দেশে চলে আসবে বলে জানান তিনি।
৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টীল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।-বাসস
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা