পদ্মা সেতুতে সফলভাবে বসানো হলো আরো একটি স্প্যান। শরিয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ১৭তম স্প্যানটি বসানো হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সেতুর ২২ ও ২৩ নম্বর খুঁটিতে বসানো হয় স্প্যানটি। এই স্প্যানটি বসানোয় সেতুর দুই হাজার ৫৫০ কিলোমিটার দৃশ্যমান হয়েছে।
১৬তম স্প্যান বাসানোর মাত্র সাত দিনের ব্যবধানে এ স্প্যানটি বসানো হলো। এর আগে, ১৬তম স্প্যানটি গত ১৯ নভেম্বর ১৬ ও ১৭ নম্বর খুঁটিতে বসেছিলো।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৪ বা ৫ ডিসেম্বর সেতুর ১৮তম স্প্যানটি বসানো হতে পারে। এটি বসবে ১৭ ও ১৮ নম্বর খুঁটিতে। এখন থেকে অল্প সময়ের ব্যবধানে স্প্যান উঠতে থাকবে।
রংপুর জেলা আ’লীগের কাউন্সিলে জয় এক নম্বর সদস্য নির্বাচিত
ইতোমধ্যে চীন থেকে আরো দুটি স্প্যান বাংলাদেশে পৌঁছেছে। সমুদ্রপথে গত ১৯ নভেম্বর বিকেলে স্প্যান দুটি মোংলা পোর্টে এসে পৌঁছায়।
পদ্মা সেতুর প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির ও প্রকল্পের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, সব চ্যালেঞ্জকে জয় করে এগিয়ে যাচ্ছে মূল সেতুর কাজ। পিলারের পাশাপাশি, স্প্যান, রোডওয়ে ও রেলওয়ের কাজও এগিয়ে চলছে।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা