অনলাইন ডেস্ক
স্বপ্নের পদ্মা রেল সেতুতে ট্রেন চলবে, এজন্য মঙ্গলবার সকাল থেকেই উৎসবের আমেজ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। সাজানো হয়েছে রাস্তাঘাট। ফুল দিয়ে সাজানো একটি ট্রেন মাওয়া রেল স্টেশনে অপেক্ষায় ছিল সকাল থেকে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় পদ্মা রেল সেতু ও ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করতে মাওয়া রেল স্টেশন প্রাঙ্গণে সুধী সমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়ক পথে এসে এই সুধী সমাবেশে যোগ দেন। অনুষ্ঠানে সুইচ টিপে প্রধানমন্ত্রী এই প্রকল্প উদ্বোধন করেন। যশোর পর্যন্ত এই রেলপথের দূরত্ব ১শ ৭২ কিলোমিটার। তবে আজ উদ্বোধন হলো ভাঙ্গা পযন্ত ৮২ কিলোমিটার রেলপথ।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলকে স্বপ্ন পূরণের দিন হিসেবে আখ্যায়িত করেন। বলেন, বহু ষড়যন্ত্র কাটিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের মানুষ যেন মর্যাদা নিয়ে চলতে পারে সেই লক্ষ্যে তাঁর সরকার কাজ করে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, যোগাযোগ খাতে সরকারের কার্যকর পদক্ষেপের জন্য বাংলাদেশ বদলে গেছে। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচন নিয়ে কথা বলে তারাই সুষ্ঠু নির্বাচন চায় না। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মাওয়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবুজ পতাকা নেড়ে, বাঁশি বাজিয়ে ট্রেনের যাত্রা শুরু করেন। এই ট্রেনে চড়ে প্রধানমন্ত্রী পাড়ি দেন পদ্মাসেতু।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা