শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা নদীতে বেশ কিছু যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। কয়েকজন সাঁতরে তীরে উঠেছেন, কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জাজিরা থানার ওসি থানার মোহাম্মদ আজহারুল ইসলাম সরকার পিপিএম জানান, মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই ট্রলারটি কাঠালবাড়ি ঘাটের দিকে যাচ্ছিলো। রাত সাড়ে ৮/৯টার দিকে জাজিরা পয়েন্টে এটি ডুবে যায়।
ট্রলারটিতে কতজন যাত্রী ছিলেন কিংবা কতজন হতাহত বা নিখোঁজ হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।
এদিকে মূলত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি-বেসরকারি অফিস বন্ধের পর পরই রাজধানী ছাড়ছেন নগরবাসী। এর ফলে চাপ পড়েছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা