অনলাইন ডেস্ক
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ স্থানীয় রাজনীতিকেরা ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রাম প্রসাদ পালসহ দেশটির অন্যান্য অতিথিদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে নগর ভবনের গ্রিন প্লাজায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এ অনুষ্ঠানেই মধ্যহ্ন ভোজ শেষে ভারতীয় অতিথিরা হোটেলে ফিরবেন। বিকালে তারা যোগ দেবেন রাজশাহী কলেজ মাঠের সাংস্কৃতিক অনুষ্ঠানে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশ-ভারত মৈত্রী ৫০ বছর পূর্তিতে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এ আয়োজন করছে। এতে পৃষ্ঠপোষকতা করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। মিলনমেলার জন্য রাজশাহী শহরকে সাজিয়ে তোলা হয়েছে বর্ণিল সাজে।
মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মার যোগ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ভারতের বিহার রাজ্য সরকারের মন্ত্রী সৈয়দ শাহনেওয়াজ হোসেন ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিমন্ত্রী ড. হুমায়ুন কবীরও আসবেন। শনিবার বিকালেই একটি কালচারাল টিম নিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের আসার কথা। আগামী সোমবার পর্যন্ত এ উৎসব উপলক্ষে রাজশাহী ও নাটোরে নানা আনুষ্ঠানিকতা রয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা