অনলাইন ডেস্ক
২০২১ সালের জুলাইয়ে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন অ্যাশওয়েল প্রিন্স। জিম্বাবুয়ে সফরে ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নেন তিনি। সেখানকার পারফর্মেন্সের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সাথে চুক্তিবদ্ধ ছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকান ওই সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি বছর অনুষ্ঠিতব্য বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরে কাজ করবেন না তিনি। তবে এর আগে দেশের মাটিতে অনুষ্ঠিত আফগানিস্তান সফরে কাজ করবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করা যায়নি।
অ্যাশওয়েল প্রিন্সের দায়িত্ব ছাড়ার বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি গণমাধ্যমকে বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে পদত্যাগের ই-মেইল পেয়েছি। আলোচনার মাধ্যমে বোর্ড তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
এর আগে বাংলাদেশ দলের প্রোটিয়া ফিল্ডিং কোচ রায়ান কুক এবং ফিজিও জুলিয়ান ক্যালিফাতো বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন। এছাড়াও চলতি বছর নিউজিল্যান্ড সিরিজের পর পরই বাংলাদেশ দলের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ান ওটিস গিবসন।
বাংলাদেশ দলের ব্যাটারদের সাথে কাজ করার জন্য অ্যাশওয়েল প্রিন্স থাকাকালীন ব্যাটিং পরামর্শক হিসেবে জেমি সিডন্সকে নিয়োগ দিয়েছিল বিসিবি। বাংলাদেশে এসে ইতিমধ্যেই বিপিএলে ব্যাটারদের পারফর্মেন্সগুলো বিশ্লেষণ করছেন এ অজি। যদিও কোন দলের সাথে কাজ করবেন সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি বিসিবি। অ্যাশওয়েল প্রিন্স না থাকায় জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের পদটা হয়তো সিডন্সের কাঁধেই যাচ্ছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা