অনলাইন ডেস্ক
বাজারে পণ্যের দাম নাগালের মধ্যে রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
মঙ্গলবার (৭ই মে) রাজধানীর বারিধারায় টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
আহসানুল ইসলাম টিটু বলেন, পণ্যের দাম যেন নাগালের মধ্যে থাকে সরকার সেই চেষ্টা চালাচ্ছে। পন্যের সরবরাহ স্থিতিশীল রাখতে সরকার কাজ করছে। আগামী বাজেটে পণ্যের মূল্যস্ফীতি কমাতে পদক্ষেপ থাকবে।
তিনি বলেন, সারাদেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারকে কম মূল্যে পণ্য দেয়া হবে। জুলাই থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। সেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে মানুষ কিনতে পারে সেই ব্যবস্থা করা হবে।
এসময় স্থানীয় সরকারের প্রতিনিধিদের প্রতি ফ্যামিলি কার্ডধারীদের তালিকা সংশোধন করতে অনুরোধ জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।