অনলাইন ডেস্ক
পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা) আসনে ১৩ জন, পটুয়াখালী-২ (বাউফল উপজেলা) আসনে ১৩ জন, পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা উপজেলা) আসনে ২১ জন , পটুয়াখালী-৪ ( কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা) আসনে ২০ জন রয়েছেন। মোট ৬৭টি ফরম সংগ্রহ ও জমা পড়েছে।
অফেরত যোগ্য ৫০ হাজার টাকা করে প্রত্যেক দলীয় মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। ৬৭ টি মনোনয়ন ফরমে অফেরত যোগ্য ৩৩ লাখ ৫০ হাজার টাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাগারে জমা হয়েছে। আর এই মনোনয়ন কেনায় পরিবারের একাধিক সদস্য রয়েছে। একই পরিবারের বাবা-ছেলে, স্বামী-স্ত্রী ও দুই ভাই রয়েছেন। এছাড়া একই ব্যক্তি দুটি আসনে মনোনয়ন কিনেছেন।
পটুয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পটুয়াখালী-১ আসনের বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারেকুজ্জামান মনি, পটুয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পটুয়াখালী মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিস সুলতানা হেলেন, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সারোয়ার, দুমকি উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক রাজীব পারভেজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফ, সাংবাদিক নাজনীন নাহার, কাজী নজরুল ইসলাম, নিখিল চন্দ্র গুহ ও গাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন।
পটুয়াখালী-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এবং জমা দিয়েছেন যারা, সাবেক চিফ হুইপ ও বর্তমান সংসদ সদস্য আ স ম ফিরোজ, বাংলাদেশ কৃষক লীগ সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য হাসিবুল আলম তালুকদার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুল হক সুপ্ত, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এসএম ফিরোজ আলম, পটুয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক ভিপি খলিলুর রহমার মোহন, জেলা আওয়ামী লীগ সদস্য জোবায়দুল হক রাসেল, মেজর (অবঃ) ইঞ্জিনিয়ার ফিরোজ খাননুন ফরাজি, প্রিন্সিপাল মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মিজানুর রহমান ও ইসমত আরা হ্যাপী।
পটুয়াখালী- ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন, বর্তমান সংসদ সদস্য এসএম শাহজাদা, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আজীজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, সাবেক বিজিবি প্রধান লে. জে. (অব.) আবুল হোসেন আজাদ, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাবেক এমপি ও প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনের ছেলে আ স ম জাওয়াদ সুজন, অ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তসলিম সিকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান মিঞা, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন, এসএম ফজলুল হক, ইকবাল হোসেন জমাদ্দার, মাহমুদ হোসেন বাবুল চৌধুরী, আব্দুল সালাম, আহসানুল হক তুহিন, ইসকান্দার আলী, আরিফুল রহমান টিটু, জি এম কাওসার ইসলাম সোহেল, মাওলানা সাইফুল ইসলাম, হিরন আহমেদ।
পটুয়াখালীস-৪ মনোনয়ন প্রত্যাশী হলেন যারা, বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ মোহাম্মদ হাসিব, সাবেক এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদার, ও তার ছোট ভাই বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) হাবিবুর রহমান তালুকদার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শামীম আল সাইফুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক নিহার রঞ্জন সরকার, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম লিটন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, বর্তমান কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার, কলাপাড়া পৌরসভা মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও তার ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য বিকাশ চন্দ্র হাওলাদার, বর্তমান সাংসদের স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম, বাশেদ শিমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আখতারুজ্জামান কোক্কা ও তার ছেলে যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ মশিউর রহমান শিমু, শহিদুল্লাহ ওসমানী ও গৌতম চন্দ্র হাওলাদার।
প্রসঙ্গত, মঙ্গলবার (২১ নভেম্বর) ছিল আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। শনিবার এ কার্যক্রম শুরু করা হয়। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে এই সভা করার কথা রয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা