অনলাইন ডেস্ক
রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে চলতি বছরের ২২শে এপ্রিল চট্টগ্রামের পটিয়া থানার বুধপুরা বাজার এলাকায় মোহাম্মদ সোহেলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।এ ঘটনায় সোহেলের বড় ভাই ও কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বাদী হয়ে মোহাম্মদ কায়েছকে প্রধান আসামি করে পটিয়া থানায় হত্যা মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলো মোহাম্মদ শরীফ, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর, জসিমুল আনোয়ার খাঁন, মোহাম্মদ আজগর ও কায়সার উদ্দিন জনি। এরমধ্যে শরীফ, মনছুর ও মূল আসামিকায়েছ কারাগারে রয়েছে।বাকীরা পলাতক।
এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে সম্প্রতি পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের পরিষদের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় নিহতের ভাই ইলিয়াছ মোহাম্মদ জাবেদ বলেন, আসামিরা নানাভাবে তাদের হুমকি দিচ্ছে।
মামলাটি বর্তমানে তদন্ত করছে বলে জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) তদন্তকারী কর্মকর্তা, মোহাম্মদ বাবুল আকতার।
গত১৬ই নভেম্বর,ভোরে সোহেল হত্যা মামলার ১ নম্বর আসামি মোহাম্মদ কায়েছকেসীতাকুন্ড এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা