অনলাইন ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার বিনা ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের জবাবদিহিতা নেই। সেজন্য নিজের পকেট ভারী করার জন্য এসব কিছুর মূল্যবৃদ্ধি করেছে। তিনি বলেন, এ সরকার জনগণের কাছে জবাবদিহি করে না, পার্লামেন্টে জবাবদিহি করে না। নিজেদের খুশি মতো যা করার করে। আমরা জানি এলপিজি গ্যাস কারা আমদানি করে, ফুয়েল কারা আমদানি করে। সবকিছু মিলে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ সরকার একটি দমনমূল আচরণ করছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবন থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ যখন হিমশিম খাচ্ছে তখন জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এতে দেশের সামগ্রী অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাবে। বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে।
টিসিবির পণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ওপর নির্যাতন বাড়ানো হলো মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, টিসিবির পণ্য তো সাধারণ মানুষের জন্য। এটার মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর নির্যাতন করা হচ্ছে। বিদ্যুতের দাম প্রতি বছর বৃদ্ধি করে আজ মানুষের অবস্থা প্রায় শেষ করে দিয়েছে।
ট্রাক শ্রমিকদের কর্মসূচিকে সর্মথন জানিয়ে তিনি বলেন, তাদের আন্দোলনকে আমরা সর্মথন করি। এসময় ঢাকায় গিয়ে বিএনপির কর্মসূচির বিষয়ে জানাতে পারবেন বলে তিনি জানান।