বিএনপির পূর্বঘোষিত সমাবেশ আজ রবিবার দুপুর ২টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
বিএনপি সূত্র জানিয়েছে, দুপুর ২টা থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।
দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই সমাবেশের ঘোষণা দিয়েছেন। এর আগে শনিবার সমাবেশটি হওয়ার কথা ছিল।
তবে সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলন থাকায় পুলিশ বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি। এরপর আজ রবিবার সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। মৌখিকভাবে পুলিশের অনুমতি পাওয়া গেছে বলে জানান তিনি।
বিএনপির আজকের সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি চাওয়া হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।
বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশের কথা জানিয়ে রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা দিনের পর দিন ভয়াবহ আকার ধারণ করছে। অথচ দেশনেত্রীর জামিন কিংবা সুচিকিৎসার ব্যাপারে প্রতিহিংসাপরায়ণ সরকারের নিষ্ঠুরতা যেন থামছেই না।
দেশনেত্রীর এই বিপুল জনপ্রিয়তা শেখ হাসিনা সহ্য করতে পারেন না বলেই মিথ্যা অভিযোগে সাজানো মামলায় তাঁকে কারাগারে বন্দী করে রেখেছেন। কিন্তু জনগণ তাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন জনগণের সম্মিলিত শক্তি কারাগারের লৌহকপাট ভেঙে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবেই।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা