অনলাইন ডেস্ক
নোয়াখালীর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সুবর্ণচর উপজেলার সড়কটির বেহাল দশা। এতে ভোগান্তিতে পড়েছেন সুবর্ণচর ও হাতিয়া উপজেলার প্রায় ৫ লক্ষাধিক মানুষ। স্থানীয়দের দাবী দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থা হয়েছে।
নোয়াখালী জেলা সদর থেকে হাতিয়া ও সুবর্ণচর উপজেলার প্রধান সড়ক এটি। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারও মানুষ যাতায়াত করে এই সড়কে। দীর্ঘদিন সড়কটি সংস্কার না করায় সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ।
ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এই সড়কে। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ পৌঁছায় চরমে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।
সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াছি উদ্দিন আহমেদ জানান, সড়কটি মেরামতের জন্য ঢাকায় প্রস্তাবনা পাঠানো হয়েছে, একনেকে পাস হয়ে আসলে দ্রুত কাজ শুরু করা হবে। সড়কটি দ্রুত সংস্কার করার দাবি এলাকাবাসীর।
আরোও পড়তে পারেন : মা-বাবার বিরুদ্ধে সন্তানের মামলা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ