মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোররাতে উপজেলার চরআমানউল্যাহ ইউনিয়নের নয়া পাড়া গ্রামে মৌলভী আবদুল আলিমের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। এসময় ঘরে থাকা নগদ অর্থ,স্বর্ণ,ধান,চাউল,পরনের কাপড় ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ঘরে থাকা তাদের মেজো বউ জানান, আমার ছোট্ট শিশু হঠাৎ কান্না করলে আমি ঘুম থেকে জেগে দেখে আমার পাশের রুমে দাউ দাউ করে আগুন জ্বলছে । এতে আমি আমার শশুর শাশুড়িকে ডেকে আমরা সকলে দিশে হারা হয়ে ঘর থেকে বের হয়ে যাই। এরই মধ্যে পুরো ঘরে আগুনের লিলিহা দ্রুত ছড়িয়ে পড়ে । পরে আশে পাশের লোকজন এসে ও ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণ , পরনের কাপড় আগুন থেকে বাঁচাতে পারেনি । তিনি আরো বলেন,এতে প্রায় ৬০ লক্ষ টাকার নগদ অর্থ স্বর্ণ ও মালামালের ক্ষয় ক্ষতি হয়েছে ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা