অনলাইন ডেস্ক
এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দীন জানান, মুজাক্কিরের গলায় গুলি লেগেছিল। তার অবস্থা সংকটাপন্ন ছিল। তাকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তিনি মারা যান।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, মুজাক্কির নোয়াখালী জেলার, কোম্পানীগঞ্জ উপজেলার, চরফকিরা ইউনিয়নের বাসিন্দা। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি ছিলেন। শুক্রবার মুজাক্কির পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এসময় উভয় গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মুজাক্কিরকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় নিয়ে আসা হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা