অনলাইন ডেস্ক
সম্প্রতি সংসদে অনাস্থা প্রস্তাব পাস হওয়ায় প্রধানমন্ত্রী পদ হারান কে পি শর্মা অলি। পরে বিরোধীদলীয় নেতা শের বাহাদুরকে সরকার গঠনের প্রস্তাব দেন প্রেসিডেন্ট। কিন্তু সরকার গঠন করতে ব্যর্থ হন শের বাহাদুর।
শুক্রবার মধ্যরাতের পর (শনিবার প্রথম প্রহরে) রাষ্ট্রপতির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়েছেন এবং প্রথম ধাপে ১২ নভেম্বর ও দ্বিতীয় ধাপে ১৯ নভেম্বর নির্বাচন আয়োজনের আদেশ দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অলির নেতৃত্বাধীন মন্ত্রিসভার সুপারিশে নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ওলিকে সাময়িক প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে তাকে সরকার গঠনের আহ্বান জানান প্রেসিডেন্ট। তবে এবার ওলি সরকার গঠনে ব্যর্থ হন। শুক্রবার পর্যন্ত সে ব্যাপারে সর্বশেষ সময় ছিল।
এমন অবস্থায় দেশটিতে রাজনৈতিক টানাপড়েন দেখা দিলে শনিবার পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা