জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, সঙ্গীত শিল্পী মেহেরীন ভূঁইয়া মাহমুদ ও দুইবার হিমালয় পর্বত বিজয়ী এম. এ মুহিতকে নেপালের শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা দেওয়া হয়। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ঢাকার বারিধারায় নেপালী দূতাবাসে আয়োজিত ‘নেপাল সফল ২০২০ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
জমকালো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। নেপালের সংস্কৃতি, পর্যটন ও সিভিল এভিয়েশন সেক্রেটারি কেদার বাহাদুর অধিকারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস।
এছাড়া উপস্তিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র। ডেপুটি চিফ অব মিশন ধন বাহাদুর ওলি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ ও গণ্যমান্য সরকারি কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে মন্ত্রী নুরুল ইসলাম সুজন, কেদার বাহাদুর অধিকারী এবং নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র তিনজন শুভেচ্ছাদূতকে প্রশংসাপত্র প্রদান করে সম্মান ও আন্তরিক অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সুজন দুইদেশের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলো যেমন : পর্যটন, বাণিজ্য, ট্রানজিট এবং পারস্পারিক যোগাযোগের বিষয়টিও তুলে ধরেন।
দুদেশের সম্পর্ক আরো জোরদার করার ক্ষেত্রে তিনি সড়ক ও রেল যোগাযোগের বিষয়েও গুরুত্বারোপ করেন।
তিনি সুন্দর, নিরাপদ ও প্রকৃতির আশীর্বাদে ভরপুর এই প্রতিবেশী দেশটিতে ভ্রমণের জন্য দেশবাসীকে আহ্বান জানান এবং ‘নেপাল সফর ২০২০ ক্যাম্পেইন’ এর সফলতা কামনা করেন।
বিশেষ অতিথি কেদার বাহাদুর অধিকারী নেপালের পর্যটন সেক্টরের বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে নেপাল সরকারের গুরুত্ব, আতিথেয়তা, সড়ক, রেল ও আকাশ পথে বিনিয়োগ এবং সুযোগ সুবিধাগুলোর বিষয়ে অবগত করেন। তিনি বাংলাদেশী বন্ধুদের নেপালের সৌন্দর্য ও আতিথেয়তা গ্রহণের আমন্ত্রণ জানান।
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র বলেন নেপাল হচ্ছে যেকােন ঋতুতে ভ্রমণের মতো একটি দেশ। পর্যটকরা এখানে রোমাঞ্চকর ভ্রমণ,, সাংষ্কৃতিক ও ধর্মীয় অভিজ্ঞতা অর্জনের সুবিধা পাবে।
ডেপুটি চিফ অব মিশন ধন বাহাদুর ওলি, ‘ নেপাল সফর ২০২০ ক্যাম্পেইনের উপর বিস্তারিত একটি বর্ণনা দেন। তিনি এই ক্যাম্পেইনের মূল কর্মকান্ডগুলো তুলে ধরেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা