ইসলামী ঐক্যজোটের জাতীয় নির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ বলেছেন, ইসলাম ও রাসূল (সা.) কে নিয়ে কুটুক্তি দেশে বিদেশে বেড়েই চলছে। সম্প্রতি নেদারল্যান্ডের এম পি গাড’ওইল্ডাস গত বছরের ন্যায় এবছরও রাসূল (সা.) এর ব্যঙ্গচিত্র অঙ্কের প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে সরকারকে কড়া ভাষায় প্রতিবাদ করে নেদারল্যান্ডের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
নেতৃবৃন্দ বলেছেন, দেশে সন্ত্রাস অপরাধ ও সীমাহীন দুর্নীতির মূল কারণ হলো ভুয়া নির্বাচনের মাধ্যমে সরকারের ক্ষমতা দখল। তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। সকল রাজবন্দীদের মুক্তি ও অবিলম্বে গ্রহণযোগ্য পুনঃনির্বাচন দিতে হবে।
শনিবার (৪ জানুয়ারি) নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, দলের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান, ঢাকা মহানগর সভাপতি মাওলানা মো. ইলিয়াছ আতহারীর বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, অধ্যাপক মাওলানা ইলিয়াছ মাহমুদ, মাওলানা ইলিয়াস রেজা, মাওলানা নাজমুল হক ও ডা. সুলতানুল ইসলাম।
অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোটের পরিবেশ এখনও প্রশ্নবিদ্ধ। রাতের বেলায় ভোট ডাকাতির নির্বাচন ভোট জনগণ আর দেখতে চায় না।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা