অনলাইন ডেস্ক
ইউরোর শেষ ষোলোয় চেক প্রজাতন্ত্রের কাছে ২-০ গোলে হারের দুই দিন পর নেদারল্যান্ডস কোচের দায়িত্ব ছেড়েছেন ফ্রাঙ্ক ডি বোয়ের। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) ফ্রাঙ্ক ডি বোয়েরের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: গোল ডটকম
কেএনভিবি জানিয়েছে, ফেডারেশনের সঙ্গে কথা বলেই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নেদারল্যান্ডসের সাবেক এ ডিফেন্ডার। গত বছর রোনাল্ড কোমান বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলে স্থলাভিষিক্ত হন তিনি।
গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতে শেষ ষোলোয় জায়গা করে নেয় নেদারল্যান্ডস। তারপর চেক রিপাবলিকের কাছে হেরে ডি বোয়ের শিষ্যরা।
আরোও পড়তে পারেন : চ্যাম্পিয়ন্স ট্রফিতে নরকিয়ার বদলি বেছে নিলো দক্ষিণ আফ্রিকা