অনলাইন ডেস্ক
৯ বলে ১৫ রান করা পারভেজ হোসেন ইমনকে ম্যাচের মোড় ঘুরানোর নায়ক দাবি করেছেন লিটন দাস। এই ওপেনার টানা দুই চারে ইনিংস শুরু করেন। পরের বলে হাঁকান এক ছক্কাও। সেই মুহূর্তেই বাংলাদেশ মোমেন্টাম পেয়ে যায় বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ইমনকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। লিটন বলেন, ‘ডিউ (শিশির) বড় ফ্যাক্টর ছিল। আমাদের বোলাররা যেমন বল করেছে—তাসকিন, ফিজ আর মাঝে সাইফও দারুণ বল করেছে। রিশাদ যখন বল করতে আসে তখনই ডিউয়ের কারণে সমস্যা হচ্ছিল। আর বল গ্রিপ করতে কষ্ট হচ্ছিল। এমন উইকেটে ১৩৭ খুব বড় টার্গেট নয়, আর ইমন প্রথম ওভারেই যেভাবে শট খেলল, সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে গেল।’
এদিন দারুণ বোলিং করে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন তাসকিন আহমেদ। ম্যাচ সেরার পুরষ্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘এমন ম্যাচ খেলা সবসময়ই দারুণ অনুভূতি, বিশেষ করে সিরিজের প্রথম ম্যাচে। চোটের পর ছন্দ ফিরে পেতে কষ্ট হচ্ছিল, তবে দিন দিন তা ভালো হচ্ছে।’
‘গত কয়েকদিন আমি অনুশীলনে কঠোর পরিশ্রম করেছি আর পরিশ্রমের ফল সবসময়ই পাওয়া যায়। উইকেটটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল, সাথে শিশিরের প্রভাবও ছিল। আমি শুধু বেসিকগুলো মেনে খেলেছি এবং নিজের ভ্যারিয়েশনগুলো মিশিয়ে দিয়েছি।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা