অনলাইন ডেস্ক
কাতার বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে এক জয়ই তুলে নিল ব্রাজিল। রাফিনহার জোড়া গোলের সঙ্গে গোল পেলেন সুপারস্টার নেইমারও। তাতেই প্রতিপক্ষ উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে যান নেইমার। ফ্রেদের ক্রস থেকে বল পেয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে এনে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে জাল খুঁজে পান পিএসজির এই তারকা ফরোয়ার্ড।
১৮তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সদ্য দলে যায়গা করে নেওয়া রাফিনিয়া। বক্সের ভেতর থেকে নেইমারের শট উরুগুয়ের গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নেন লিডস ইউনাইটেডের এই উইঙ্গার। ৪০তম মিনিটে নেইমারের বক্স থেকে করা দুর্দান্ত শট ঠেকিয়ে দেন মুসলেরা। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সেলেকাওরা।
বিরতির পর খেলতে নেমে আরও আক্রমণাত্মক হয়ে উঠে স্বাগতিকরা। ৫৬তম মিনিটে ফ্রেদেরিকো ভালভার্দের পাস থেকে বল পেয়ে ব্রাজিলের জাল খুঁজে নেন ম্যানইউ স্ট্রাইকার এদিনসন কাভানি। কিন্তু অফসাইডের কারণে পরক্ষণেই গোলটি বাতিল হয়। ঠিক দুই মিনিট পর ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনিয়া। পাল্টা আক্রমণে বল নিয়ে এগিয়ে আসা নেইমারের পাস থেকে বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে পরাস্ত করে জাল খুঁজে নেন তরুণ এ ফরোয়ার্ড।
৭৭তম মিনিটে ব্যবধান কমান সুয়ারেজ। চমৎকার ফ্রি কিকে জাল খুঁজে নেন এই অ্যাতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার। চলমান আসরে প্রথমবারের মতো ঘরের মাঠে গোল হজম করল ব্রাজিল। ৮২তম মিনিটে বারবোসার গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলে ব্রাজিল। নেইমারের উঁচু করে বাড়ানো বল জালে পাঠান এই স্ট্রাইকার। গোলটি শুরুতে অফসাইড দেওয়া হলেও পরবর্তীতে ভিএআরের সাহায্য গোলের বাঁশি বাজান রেফারি। শেষ মুহূর্তে আর কোনো গোল না হলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে এখনো নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে অজেয় থাকা ব্রাজিল। ১১ ম্যাচে ১০ জয় আর এক ড্রয়ে ৩১ পয়েন্টের পুঁজি নিয়ে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার এ ফুটবল পরাশক্তি। ছয় পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা