অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজির ফুটবলার হিসেবে বুধবার (১১ আগস্ট) একটি সংবাদ সম্মেলনে যোগ এ কথা বলেন লিওনেল মেসি।
বুধবার মেসি সংবাদ সম্মেলনে বলেন, আমি আগেই বলেছিলাম আমার স্বপ্ন আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা। আমি মনে করি সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি আদর্শ জায়গাতেই এসেছি।
৩৪ বছর বয়সী মেসি সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ২০১৫ সালে বার্সার হয়ে। অপর দিকে তার নতুন দল এখন পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। যদিও ক্লাবের কাতারি মালিক এ শিরোপা জেতার জন্য বিপুল বিনিয়োগ করেছেন ইউরোপিয়ান শিরোপা জেতার লক্ষ্যেই। লিওনেল মেসি ৩০ জুনের পর হয়ে যান ফ্রি খেলোয়াড়। বার্সেলোনা অনেক চেষ্টা করেও আর্থিক কারণে মেসিকে দলে রাখতে পারেনি। মেসির মতো খেলোয়াড়কে তারা ছাড়তে বাধ্য হয়েছে বিনা ট্রান্সফার ফিতে।
মেসির পিএসজিতে যোগ দেয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন নেইমার। মেসি সেটা সংবাদ সম্মেলনে স্বীকারও করেন। তিনি বলেন, আমার এখানে আসার ক্ষেত্রে নেইমার বিশেষ ভূমিকা পালন করেছে। পিএসজির খেলোয়াড়দের অনেকের সাথে আমার চমৎকার সম্পর্ক। এখানে যোগ দিতে পেরে আমি খুবই উচ্ছসিত। পিএসজি এবং আমার লক্ষ্য একই। আমি আশা করছি সবাই মিলে আমরা লক্ষ্য অর্জন করতে পারবো। নেইমার, ডি মারিয়া, প্যারেডেজ অনেকেই আছেন এখানে যারা আমার বন্ধু।
এর আগে মঙ্গলবার দিনগত রাতে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেন মেসি। তবে দুই পক্ষ চাইলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। পার্ক দেস প্রিন্সেসে প্রতি মৌসুমে তিনি বেতন পাবেন ২৫ মিলিয়ন ইউরো। তবে বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে তার মোট আয় দাঁড়াবে ৩৫ মিলিয়ন ইউরো।
প্যারিসিয়ানদের হয়ে ৩০ নম্বর জার্সিতে মাঠ মাতাবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। যদিও শুরুতে প্রিয় বন্ধুর জন্য পিএসজিতে নিজের ’১০’ নম্বর জার্সি ছাড়তে চেয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু মেসি রাজি হননি। তারচেয়ে বরং বার্সায় ক্যারিয়ারের শুরুতে নিজের ৩০ নম্বর জার্সিকেই বেছে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
তবে এই জার্সি নম্বর সাধারণত লিগ ওয়ানের গোলরক্ষকদের দেওয়া হয়। তবে মেসির জন্য সেই নিয়মেও বদলে গেলো।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা