কিছুদিন আগেই বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউ ঘোষণা দিয়েছিলেন যে, এই মুহূর্তে তারা পিএসজি থেকে নেইমারকে কিনবে না। কিন্তু সময়ের সঙ্গেই যেন নাটকে নতুন দৃশ্যের অবতারণা। এবার জানা যাচ্ছে, নেইমারকে কিনতে পিএসজি যে দাম হেঁকেছে, তা দেওয়ার পাশাপাশি বার্সা নাকি নিজেদের ডেরা থেকে আরও তিন খেলোয়াড়ও হস্তান্তর করতে রাজি। পিএসজিও নাকি নেইমারকে ছেড়ে দিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে!
বার্সেলোনা বা পিএসজি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও দুই ক্লাবের মধ্যে ভালোই দর কষাকষি চলছে। এদিকে জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’ জানিয়েছে, ফিলিপ কুতিনহো, ওউসমানে ডেমবেলে, নেলসন সেমেদো ও স্যামুয়েল উমতিতি—নিজেদের এ চার ফুটবলারকে পিএসজির কাছে উপস্থাপন করবে বার্সা। সেইসঙ্গে নেইমারের ট্রান্সফার ফি হিসেবে ধার্যকৃত দামও পরিশোধ করবে বার্সা। এই ট্রান্সফার ফি’র অংকটা হতে পারে ১৩০ মিলিয়ন ইউরোর মতো।
ওই চার ফুটবলারের মধ্য থেকে যেকোনো তিন ফুটবলারকে নিতে পারবে পিএসজি। এই চার জনের ওপর বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দের তেমন একটা আস্থা নেই। যে কারণে তাদের ক্যারিয়ারও যেন থমকে আছে। বার্সা ছাড়লেই বরং তাদের ক্যারিয়ার পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে এদের দলে নিলে পিএসজির কিছুটা ক্ষতিই হবে। কারণ বার্সার তিন ফুটবলারের সম্মিলিত পারিশ্রমিকের পরিমাণ নেইমারের থেকে বেশিই হবে।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা