অনলাইন ডেস্ক
বিরল একটি গোলাপি হীরা নিলামে তুলতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ‘ক্রিস্টিস’। আগামী ৮ই নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় এটি নিলামে তোলা হবে বলে ঘোষণা করেছে তারা। যা পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির গোলাপী হীরা।
হীরাটি দেখতে নাশপাতি আকারের। এর দুইপাশে দুইটি বড় সাদা পাথর রয়েছে। হীরাটির ওজন ১৮ দশমিক এক আট ক্যারেট।
এশিয়ায় এই সংখ্যাটি সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত। এর মানে এটি নতুন ক্রেতা বা তার মালিকের জন্য সৌভাগ্য বয়ে আনবে। তাই হীরাটির নাম রাখা হয়েছে ‘দ্য ফরচুন পিংক’। যা বিশ্বজুড়ে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করবে বলে আশাবাদী ‘ক্রিস্টিস’।
ক্রিস্টিসের সিনিয়র জুয়েলারি বিশেষজ্ঞ অ্যাঞ্জেলা বারডেন জানিয়েছেন, উজ্জল রংয়ের নাশপাতি-আকৃতির এমন হীরা অত্যন্ত বিরল।
এর আগে, কুশন-আকৃতির একটি বড় গোলাপী হীরা নিলামে তোলে ‘ক্রিস্টিস’। তবে সবচে বেশি দামে বিক্রি হয়, ১৮ দশমিক নয় সাত ক্যারেটের ‘উইনস্টন পিঙ্ক লিগ্যাসি’ নামের গোলাপি হীরাটি। ২০১৮ সালে এটি ৫০ মিলিয়ন ডলারের বেশি দামে বিক্রি করে ‘ক্রিস্টিস’।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা